আয়কর দাখিলের হার কমানোর কারণে করদাতারা তাঁদের পে চেকে কোনো পরিবর্তন দেখছেন না। অধিকাংশ আমেরিকান বলেন, করের হার কমানোর কারণে করদাতারা তেমন উপকৃত হচ্ছে না।
নতুন এক জরিপে এমন তথ্যই পাওয়া গেছে। জরিপে দেখা যায়, অধিকাংশ আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর দাখিলের হার কমানোর পরও তাদের প্রাপ্ত চেকে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
‘সিএনবিসি অল-আমেরিকা ইকোনমিক সার্ভে’ শীর্ষক জরিপে দেখা যায়, ৫২ শতাংশ উত্তরদাতা বলেন, ট্রাম্পের কর হ্রাসের পরও তাঁরা তাদের পে চেকে কোনো পরিবর্তন দেখছেন না। তবে ৩২ শতাংশ উত্তরদাতা স্বীকার করেন, কর হ্রাসের ফলে পে চেকে তাঁরা আগের চেয়ে বেশি অর্থ ঘরে তুলতে পারছেন। গত বছরের শেষ দিকে ট্রাম্প এ সংক্রান্ত আইনে স্বাক্ষর করেন।
আগের তুলনায় বেশি অর্থ পাচ্ছেন এমন উত্তরদাতাদের ৩৮ শতাংশ বলেন, তাঁদের পে চেকে এবার বেশ ভালো অঙ্কের অর্থই যোগ হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে আবার ৪০ শতাংশ বলেন, তাঁরা অতিরিক্ত অর্থ সামান্যই পেয়েছেন। ২২ শতাংশ বলেছেন, তারা যে অতিরিক্ত অর্থ পেয়েছেন তা তাদের মোটেই সাহায্য করছে না। ১৭ থেকে ২০ মার্চের মধ্যে এই জরিপ চালানো হয়।
চলতি বছরের প্রথম দিকে কোম্পানিসমূহ তাদের কর্মচারীদের কেন্দ্রীয় আয়করের পে চেকের পরিমাণের সমন্বয় সাধন করে নতুন আইআরএস ও অর্থ মন্ত্রণালয় (ট্রেসারি বিভাগ) নীতিমালা আরোপ করে। নিয়োগ কর্তাদের ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন বিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
অর্থমন্ত্রী স্টিভেন মউচিন বলেন, এই নির্দেশিকার কারণে ৯০ শতাংশ বেতনভুক্ত কর্মচারী বেশি পরিমাণ অর্থের চেক পাবেন।