spot_img
spot_img

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, রাত ২:৪৩

প্রচ্ছদঅন্যান্যগাজীপুর-খুলনা সিটি নির্বাচন ১৫ মে

গাজীপুর-খুলনা সিটি নির্বাচন ১৫ মে

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে এ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এই তফসিল ঘোষণা করেন।

নুরুল হুদা জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। এছাড়া যাচাই বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল।
এ‌র আগে গাজীপুর ও খুলনাসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করতে কোনো আইনি বাধা নেই বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইসির পাঠানো এক চিঠির জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

২০১৩ সালের ১৫ জুন একসঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়েছিল। তবে ভোটের পর একেকটি সিটি করপোরেশন একেকদিন প্রথম বৈঠকে বসেছে আর ওই বৈঠক থেকেই করপোরেশনের মেয়াদ শুরু হয়।

এই পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট করতে হবে।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত