সুদীর্ঘ ৫৮ বছর ধরে বাংলাদেশে বসবাসকারী ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের হাতে বাংলাদেশের নাগরিকত্বের সনদ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবাব বিকেলে গণভবনে আনুষ্ঠানিকভাবে লুসি হল্টের হাতে প্রধানমন্ত্রী এ সনদ তুলে দেন।
গত ৮ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ১৫ বছরের ভিসা ফি মুক্ত পাসপোর্ট পান লুসি হল্ট। ১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হেলেন্সে তার জন্ম। তার বাবা জন হল্ট ও মা ফ্রান্সিস হল্ট।
১৯৬০ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি অক্সফোর্ড মিশনের কর্মী হিসেবে বাংলাদেশে আসেন। সেবার হাত বাড়িয়ে দেন স্থানীয় মানুষের প্রতি। মুক্তিযুদ্ধের সময় তিনি জীবনের মায়া ত্যাগ করে মানুষের সেবা করেন। দেশ স্বাধীন হওয়ার পরও তিনি বাংলাদেশে থেকে যান।
কর্মজীবন থেকে ২০০৪ সালে অবসরে যাওয়া লুসি এখনো দুস্থ শিশুদের মানসিক বিকাশ ও ইংরেজি শিক্ষা দেওয়ার পাশাপাশি শিশুদের জন্য তহবিলও সংগ্রহ করেন।