লেবাননের অভ্যন্তরে ইসরাইলি একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মানার। এরপর ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাহিনীর কর্মকর্তারা দাবি করেছেন, কারিগরি ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে আসল কারণ কী, তা বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।
আল মানার জানায়, দক্ষিণ লেবাননের বাইত ইয়াহুন এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়। আকাশে ড্রোনটিতে গণ্ডগোল দেখা দেয়ার পর ইসরাইলি একটি বিমান থেকে গোলাবর্ষণ করে এটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়।