আসন্ন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ শনিবার ডিএমপি অর্ডিন্যান্সের-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে তিনি এ আদেশ দেন।
আগামী সোমবার ২ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ আগামী ২ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালিন সময় পর্যন্ত বলবৎ থাকবে।