সরকারি চাকরির কোটা ব্যবস্থার সংস্কারসহ পাঁচ দফা দাবিতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি থেকে আটক করা শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে রমনা থানা পুলিশ। ফলে শাহবাগে আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে সরে আসেন।
বুধবার রাতে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি থেকে শাহবাগ মোড় অবরোধ করে। এতে শাহবাগে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরে থানা থেকে ছাড়া পাওয়া শিক্ষার্থীরা শাহবাগ এসে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। রাত সোয়া ৯টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।
সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসাসহ পাঁচ দফা দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল তাদের।