spot_img
spot_img

বুধবার, ৬ জুলাই ২০২২, ২২ আষাঢ় ১৪২৯, দুপুর ১২:১৪

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদঘণ্টায় ঘণ্টায় রূপ বদলেও ফেরেনি লেনদেন
Array

ঘণ্টায় ঘণ্টায় রূপ বদলেও ফেরেনি লেনদেন

টানা তিন কার্যদিবস পতনের পর আজ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক সামান্য উত্থানে ফিরেছে। তবে সূচক ঘণ্টায় ঘণ্টায় রূপ বদলানোর পরও গতি আসেনি লেনদেনে। বরং দিনশেষে লেনদেন প্রায় তলানিতে ঠেকেছে। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৩৮ পয়েন্টে।

আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯০ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ২২৪  কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায়  ৫৮ কোটি ২৩ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮২ কোটি ৩১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৯২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। গতদিন যা ছিল ২৬ কোটি টাকার বেশি।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪২৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত