রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দেশটির দূরপ্রাচ্য অঞ্চলে স্থানীয় সময় শনিবার রাত আটটায় ভোটগ্রহণ শুরু হয়। তবে মস্কোয় ভোট শুরু হয় এর নয় ঘণ্টা পর।
বিবিসি বলছে, সন্ধ্যায় নির্বাচনের প্রাথমিক ফলাফল জানা যাবে। নির্বাচনে ভ্লাদিমির পুতিনসহ আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন- পাওয়েল গ্রোদিনিন, ভ্লাদিমির ঝিরিনোভোস্কি, সের্গেই ব্যাবুরিন, গ্রেগরি ইউলিনেস্কি, বরিস তিতোভ, ম্যাক্সিম সেরিকিন ও নারী প্রার্থী কিসনিয়া সাবচাক।
নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সারাদেশে ৩০ হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করছে বলে গত শনিবার রাশিয়ার নির্বাচন পরিচালনা বিষয়ক কেন্দ্রীয় কমিটি জানিয়েছে।
জনমত জরিপ বলছে, দেশটির ৭০ শতাংশ নাগরিকের সমর্থন পাবে পুতিন। এবারের নির্বাচনে জয়লাভ করলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন তিনি। রাশিয়ার সংবিধান অনুযায়ী একজন রাজনীতিবিদ ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।