জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি, নিয়ম এবং অনুরূপ ক্ষেত্রে পূর্ববর্তী প্রশাসনিক পদক্ষেপ অনুসরণ করেই ডিন নিয়োগ দেয়া হয়েছে বলে দাবি করেছে প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।
নতুন দুই ডিনকে প্রত্যাহারের দাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ- ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে ২৪ ঘণ্টার আল্টিমেটামের প্রেক্ষিতে এমন দাবি করা হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে- সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন এবং আইন অনুষদের ডিন শেখ মো. মনজুরুল হককে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রো-উপাচার্য ও কোষাধক্ষ পদে নিয়োগ দেন। ওই শিক্ষকরা নিজ নিজ পদে যোগদান করায় তারা উভয়েই প্রেষণে (ডেপুটেশনে) রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত নিয়মানুযায়ী সাধারণত কোনো শিক্ষক প্রেষণে থাকা অবস্থায় অন্য কোনো দায়িত্বে বহাল থাকতে পারেন না। তাই তাদেরকে অব্যাহতি দিয়ে নতুন দুজনকে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে।
এর আগে সাবেক উপাচার্য অধ্যাপক ড. অনোয়ার হোসেনের সময়কালে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল খায়েরকে রাষ্ট্রপতি কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। ফলে তাকেও অনুরূপ ভাবে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মুনজুরুল হক এক বিজ্ঞাপ্তির মাধ্যমে বলেন, তাকে ডিনে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ায় তিনি স্বস্তিবোধ করছেন। এ বিষয়ে তার নাম যুক্ত করে যে কোনো প্রচার-প্রয়াস থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, গত ১৪ মার্চ সমাজ বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়া হয় যথাক্রমে অধ্যাপক রাশেদা আক্তার এবং অধ্যাপক বশির আহমেদকে।