কালীদাস খ্যাতিমান কবি
জিনাত বিনতে জামান, প্রভাষক ঢাকা কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে ব্যাকরণ নিয়ে আলোচনা করা হলো।
শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ
অশুদ্ধ: তুমিই টাকাটি আত্মসাৎ করেছ।
শুদ্ধ: তুমিই টাকাগুলো আত্মসাৎ করেছ।
অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য।
শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।
অশুদ্ধ: সে অপমান হইয়াছে।
শুদ্ধ: সে অপমানিত হইয়াছে।
অশুদ্ধ: উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
শুদ্ধ: উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
অশুদ্ধ: কুপুরম্নষের মতো কথা বলছ কেন?
শুদ্ধ: কাপুরম্নষের মতো কথা বলছ কেন?
অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
শুদ্ধ: আমার আর বাঁচিবার সাধ নাই।
অশুদ্ধ: একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ: দশের লাঠি একের বোঝা।
অশুদ্ধ: সব মাছগুলোর দাম কত?
শুদ্ধ: সব মাছের দাম কত?
অশুদ্ধ: কালীদাস খ্যাতমান কবি।
শুদ্ধ: কালীদাস খ্যাতিমান কবি।
অশুদ্ধ: তাহাকে এখান থেকে যাইতে হইবে।
শুদ্ধ: তাকে এখান থেকে যেতে হবে।
অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
শুদ্ধ: বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে।
অশুদ্ধ: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।
শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
অশুদ্ধ: সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী।
শুদ্ধ: সকল ছাত্রই পাঠে অমনোযোগী।
অশুদ্ধ: আবশ্যক ব্যায়ে কার্পণ্যতা করা উচিত নয়।
শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
অশুদ্ধ: এটি লজ্জাস্কর ব্যাপার।
শুদ্ধ: এটা লজ্জাকর ব্যাপার।
অশুদ্ধ: অশ্রম্ন জলে বুক ভেসে গেল।
শুদ্ধ: অশ্রম্নতে বুক ভেসে গেল।
অশুদ্ধ : তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
শুদ্ধ: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
অশুদ্ধ: সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।
শুদ্ধ: সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন।
অশুদ্ধ: তাহার লেখাপড়ায় মনযোগ নাই।
শুদ্ধ: তাহার লেখাপড়ায় মনোযোগ নাই।
অশুদ্ধ: এক অগ্রহায়ণে শীত যায় না।
শুদ্ধ: এক মাঘে শীত যায় না।
অশুদ্ধ: মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
শুদ্ধ: মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।
অশুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি।
শুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।
অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে।
শুদ্ধ: নতুন ছেলেগুলো উৎপাত করছে।