spot_img
spot_img

শনিবার, ২৮ মে ২০২২, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯, সন্ধ্যা ৭:৪৯

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক গণিত
Array

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক গণিত

শতকরা কী?
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা। 
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য প্রাথমিক গণিত থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
 
 
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
৭ম অধ্যায় 

৪। ০.২ ক্ম ২.২ ক্ম ২.২২ = কত?
উত্তর : ০.৯৭৬৮

৫। একটি বাঁশের ০.৩৯ অংশ মাটির নিচে এবং বাকি অংশ উপরে আছে। উপরে কত অংশ আছে? 
উত্তর : ০.৬১ অংশ 

৬। মিলি এক কুড়ি লিচুর ০.৬ অংশ নিল। মিলি কতটি লিচু পেল?
উত্তর : ১২টি

৭। ৫৭.৫ গু ০.২৩ = কত?
উত্তর : ২৫০

৮। ১৭৮০৭ গু ১০০ = কত? 
উত্তর : ১৭৮.০৭

৯। ৫৫.৩৬ গু ১০ = কত?
উত্তর : ৫.৫৩৬

১০। ৬.৪৩ ক্ম ১০ = কত?
উত্তর : ৬৪.৩

অষ্টম অধ্যায় 

১। গড় নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : গড় = রাশিগুলোর যোগফল গু রাশিগুলোর সংখ্যা

২। গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কীরূপ হতে হয়?
উত্তর : রাশিগুলো একই জাতীয় বা সমজাতীয় হতে হয়

৩। গড় হতে রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর : রাশিগুলোর যোগফল = গড় ক্ম রাশিগুলোর সংখ্যা
৪। ১০, ১১, ১২, ১৩ ও ১৪ এর গড় কত?
উত্তর : ১২

৫। তিনটি সংখ্যার যোগফল ১৮০ হলে সংখ্যা তিনটির গড় কত?
উত্তর : ৬০

৬। সাতটি সংখ্যার গড় ১৭২। সংখ্যাগুলোর মোট মান কত?
উত্তর : ১২০৪

৭। ৫টি গ্রামের মোট জনসংখ্যা ১২৬০ হলে ঐ গ্রামগুলোর গড় জনসংখ্যা কত?
উত্তর : ২৫২
৮। জুন মাসের প্রতিদিনের গড় বৃষ্টিপাত ২০ সে.মি. হলে মোট বৃষ্টিপাত কত?
উত্তর : ৬০০ সে.মি.

৯। ৩টি সংখ্যার গড় ১৫ ও ২টি সংখ্যার গড় ২৫ 
হলে, ৫টি সংখ্যার গড় কত?
উত্তর : ১৯

১০। ৮.৫ এবং ২.৩ এর গড় কত?
উত্তর : ৫.৪

১১। ৩ জনের গড় বয়স ২ বছর বৃদ্ধি পেলে তাদের মোট বয়স কত বছর বৃদ্ধি পাবে?
উত্তর : ৬ বছর

১২। আটটি ফিতার গড় মূল্য ৫ টাকা ৭৫ পয়সা হলে, ফিতাগুলোর মোট মূল্য কত?
উত্তর : ৪৬ টাকা

১৩। অনি ৩টি বিষয়ে মোট নাম্বার পেয়েছে ২১০। তার নাম্বারের গড় কত?
উত্তর : ৭০

১৪। ৮২,৭৫,৯২,৭৮,৯৩ ও অপর কোন সংখ্যাটির গড় ৮৬?
উত্তর : ৯৬

১৫। গড় নির্ণয়ে একাধিক রাশির কী করতে হয়?
উত্তর : যোগফল

১৬। তিনটি সংখ্যার গড়ের অর্ধেক ৩ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তর : ১৮ 

১৭। ১২, ০ ও ১৮ এর গ.সা.গু. কত?
উত্তর : ১০
নবম অধ্যায় 

১। শতকরা কী?
উত্তর : একটি ভগ্নাংশ যার হর ১০০    

২। শতকরা প্রকাশের চিহ্নটি লিখ।
উত্তর : %

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত