আপন জুয়েলার্সের রাজধানীর সব শোরুমই এখন খোলা। আগের মতোই ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপন জুয়েলার্স। এর আগে স্বর্ণ বিক্রির বৈধ কাগজপত্র দেখাতে না পারার অভিযোগে গত ১৩ ও ১৪ মে রাজধানীতে প্রতিষ্ঠানটির ৫টি শোরুমে অভিযান চালানোর পর সাড়ে ১৩ মন স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরা জব্দ করার পর তাদের সব শোরুমে সিল মেরে দেয় শুল্ক গোয়েন্দা অধিদফতর। প্রায় তিন সপ্তাহ পর শো রুমগুলো খুলে দেওয়া হলেও জব্দ স্বর্ণ আর ফেরত দেওয়া হয়নি। জব্দ স্বর্ণ এখন বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রয়েছে। সেই স্বর্ণ ফেরত পেতে উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে আপন জুয়েলার্স।
গত বছরের ৫ জুন শুল্ক গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে শোরুমগুলো খুলে দেওয়া হয়। এরপরও জব্দ স্বর্ণ ফেরতের দাবি জানিয়ে কিছুদিন শোরুমগুলো বন্ধ রেখেছিলেন তারা। পরে আনুষঙ্গিক বিষয়গুলো গুছিয়ে তারা আবার ব্যবসায়িক কার্যক্রম শুরু করলেও জব্দ স্বর্ণগুলো এখনও ফেরত পাননি। রাজধানীর কয়েকটি শোরুম ঘুরে দেখা গেছে এখন পুরোদমেই তারা ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে শোরুমগুলোর কোনও কর্মকর্তা-কর্মচারী এ বিষয়ে কথা বলতে রাজি হননি। রাজধানীর গুলশান, উত্তরা, মৌচাক, ধানমন্ডির সীমান্ত স্কয়ার ও বায়তুল মোকাররমে আপন জুয়েলার্সের শোরুম রয়েছে।