জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ রোববার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় দলটির জাতীয় নেতারা বক্তৃতা করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনা সভাসহ সব কর্মসূচি সফল করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।