spot_img
spot_img

রবিবার, ২৩ জানুয়ারি ২০২২, ৯ মাঘ ১৪২৮, রাত ৪:৫০

প্রচ্ছদছবি এঁকে কম্পিউটার শেখাতে হবে না সেই শিক্ষককে
Array

ছবি এঁকে কম্পিউটার শেখাতে হবে না সেই শিক্ষককে

সম্প্রতি ঘানার কুমাসি শহরের এক স্কুলে ব্ল্যাকবোর্ডে ছবি একেঁ শিক্ষার্থীদের কম্পিউটার শেখানোর ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। 

কুমাসি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত বেতেন্যাজ এমএ জুনিয়র হাইস্কুলের শিক্ষক রিচার্ড আপিয়া আকোতোর ওই ছবি দেখে সারা পড়ে যায় সবখানে। বর্তমান সময়ে স্কুলে একটি কম্পিউটার না থাকায় যেমন অবাক হয়ে যান সবাই, তেমনি শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে শিক্ষা দিতে শিক্ষক আকোতোর এই প্রচেষ্টা মুগ্ধ করে অনেককে। 

অবশেষে স্কুলের জন্য কম্পিউটার পাচ্ছেন সেই শিক্ষক। আর ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে শিক্ষার্থীদের কম্পিউটার শেখাতে হবে না তাকে।

জি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভাইরাল হওয়া সেই ছবি দেখে আকোতো ও তার স্কুলের পাশে দাঁড়িয়েছে ভারতীয় সংস্থা এনআইআইটি। স্কুলটিকে পাঁচটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও বিনামূল্যে বই সরবরাহ করেছে সংস্থাটি।

এ বিষয়ে আক্রা এনআইআইটি’র সেন্টার ম্যানেজার আশিস কুমার জানান, ভাইরাল হওয়া ছবিটি দেখেই তারা স্কুলটিতে কম্পিউটার দানের সিদ্ধান্ত নেন তারা। কম্পিউটারগুলো পেয়ে আবেগে আপ্লুত শিক্ষার্থীরা। 

তিনি বলেন, এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের ব্যাপার। ভবিষ্যতে স্কুলের প্রয়োজনে সংস্থার পক্ষ থেকে আরও সাহায্য করা হবে।

অন্যদিকে স্কুলের জন্য কম্পিউটার পেয়ে দারুণ খুশি আকোতো। এবার শিক্ষার্থীরা হাতে-কলমে কম্পিউটার শিখে  যুগের সঙ্গে তালমিলিয়ে চলতে পারবে, এটা ভেবেই উচ্ছ্বাসিত তরুণ এই শিক্ষক।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত