spot_img
spot_img

বুধবার, ৬ জুলাই ২০২২, ২২ আষাঢ় ১৪২৯, দুপুর ১২:৪৯

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদকলকাতায় মুখোমুখি শাকিব-দেব
Array

কলকাতায় মুখোমুখি শাকিব-দেব

 শাকিব খানের ‘চালবাজ’ যৌথ প্রযোজনার ছবি হিসেবে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। হয়ে গেছে ভারতীয় ছবি।                                                                                                             

আর সে হিসেবেই এটি কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ এপ্রিল।                                                                                                                                                                                                     আর একই দিনে সেখানে মুক্তি পাবে লোকাল হিরো দেবের নতুন ছবি ‘কবির’। তাই প্রথমবারের মতো পর্দায় মুখোমুখি হতে যাচ্ছেন দুই বাংলার দুই জনপ্রিয় তারকা। তাও আবার কলকাতাতে।
এদিকে কলকাতা দেবের পুরনো ঘাঁটি। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় নায়ক তিনি। তাইবলে পিছিয়ে নেই শাকিব খানও। গত দুই বছরে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ঢাকাই কিং। যৌথ প্রযোজনা তো বটেই প্রদেশটির তৃণমূল পর্যায়ে বেশ কিছু স্টেজ শোতে অংশ নিয়েছেন এই তারকা। যেখানে তিনি পেয়েছেন সাধারণদের বাঁধভাঙা উচ্ছ্বাস।জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘চালবাজ’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। ছবিটির বেশিরভাগ তারকাই কলকাতার। যার ট্রেলার ও একাধিক গানে ভালো কিছুরই ইঙ্গিত রয়েছে।
অন্যদিকে ‘কবির’ ছবিটি নিয়ে বেশ প্রচারণা চালিয়েছেন অভিনেতা-প্রযোজক দেব। এটি পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায়। দেবের বিপরীতে আছেন তার বাস্তব জীবনের প্রেমিকা রুক্ষ্মিণী।
সব মিলিয়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে ধেয়ে আসছে ১৩ এপ্রিল।                                                                                                            

 

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত