spot_img
spot_img

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯, দুপুর ২:২৬

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
Array

ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ-উল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নিজ বিভাগের একজন সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে।

ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ (ফাইল ছবি)ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. এ কে এম গোলাম রব্বানি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রক্টর বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে বিভাগের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী সহযোগী অধ্যাপক আনোয়ারুল্লাহ মারধরের বিচার চেয়ে উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। এ ঘটনার বিচার চেয়ে বিভাগের শিক্ষার্থীরা রবিবার (১৮ মার্চ) সকালে মানববন্ধন করেছেন এবং উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত