spot_img
spot_img

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯, দুপুর ১:২১

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদজেনিফার লোপেজকেও বিতর্কিত প্রস্তাব
Array

জেনিফার লোপেজকেও বিতর্কিত প্রস্তাব

হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ জানিয়েছেন, তিনিও পরিচালকের হেনস্তার মুখোমুখি হয়েছিলেন। তাকে শার্টের বোতাম খুলতে বলা হয়েছিল।                                                                                         

গত সপ্তাহে এক মার্কিন ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান লোপেজ। হলিউডে যৌন হেনস্তার নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

লোপেজ বলেন, ‘হলিউডে আমার এমন অভিজ্ঞতা হয়নি। তবে একবার একজন পরিচালক শার্টের বোতাম খুলতে বলেছিলেন।’

তিনি বলেন, ওই পরিচালক আমকে বলেন, তোমার শার্টের বোতাম খুলে ফেল। আমি তোমার বুক দেখতে চাই।’

লোপেজ জানান, পরিচালকের ওই প্রস্তাবে আমি রাজি হইনি। স্পষ্ট না বলেছিলাম।

সাক্ষাৎকারে ওই পরিচালক বা সিনেমার নাম জানাতে চাননি জেনিফার লোপেজ।

ক্যারিয়ারের প্রথম দিকে এমন অভিজ্ঞতা হলেও পরে এ ধরনের প্রস্তাব আর তাকে শুনতে হয়নি বলেও উল্লেখ করেন এ অভিনেত্রী।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত