অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ব্যাংকের সুদের হার নিয়ন্ত্রণে সরকার কোনো পদক্ষেপ নেবে না। বাজারের চাহিদা অনুযায়ীই সুদের হার নির্ধারিত হয়ে থাকে। আজ রবিবার সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের বাজেটের আকার হবে চার লাখ ৭৫ হাজার কোটি টাকা। আর এবারের বাজেটেও অবকাঠামো খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় অর্থমন্ত্রী আরো জানান, এবার তামাক বা জর্দার ওপর ট্যাক্স বাড়বে। আগামী বাজেটে জর্দা বা তামাকের ওপর ২০০ থেকে ৩০০ শতাংশ কর আরোপ করা হতে পারে।
এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্ট্র্যাটেজিক পার্টনার অনুমোদন দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী আবারও বলেন, ডিএসই ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করছে।