হোসে মরিনহোর আক্রোশের শিকার পল পগবা। ইতোমধ্যেই কথাটা প্রতিষ্ঠিত হয়ে উঠেছে ওল্ড ট্রাফোর্ডে। পর্তুগিজ কোচের চোখের বিষ হয়ে ম্যাচের পর ম্যাচ বেঞ্চ কাটাতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলারকে। তবে এই দুঃসময়ে পগবা পাশে পাচ্ছেন ফরাসি জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমকে। ইউনাইটেডের দুঃস্মৃতি ভুলে জাতীয় দলের আসন্ন প্রদর্শনী ম্যাচের দিকে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন এ ফরাসি কোচ। তিনি বলেন, এই পরিস্থিতিতে পগবাই প্রথম নয়।
এটা অনেক সময়ই হয়ে থাকে। যাহোক ওর (পগবা) এখন রাশিয়া এবং কলম্বিয়া ম্যাচের দিকে মনোযোগ দেয়া উচিৎ। অবশ্য ইউনাইটেডে পগবা যে ভালো নেই সেটা দেশম নিজেও বুঝতে পারছেন। তিনি আরো বলেন, অবশ্যই এই সময়টা ওর জন্য খুব কঠিন। এটার অনেকগুলো কারণ হতে পারে। তবে কারণ যেটাই হোক ও যে ওখানে (ম্যানচেস্টার ইউনাইটেডে) সুখে নেই সেটা আমি বুঝতে পারছি। ২০১৬’র রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন পগবা।
Array