spot_img
spot_img

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ভোর ৫:৫৯

প্রচ্ছদশ্রীদেবীর কাজটি করবেন মাধুরী
Array

শ্রীদেবীর কাজটি করবেন মাধুরী

করণ জোহরের প্রযোজনায় ‌‘শিদ্দাত’ সিনেমায় অভিনয় করার কথা ছিল অকাল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। ছবিটি নিয়ে বেশ আগ্রহী ছিলেন এই সুপারস্টার। এজন্য নিজের অন্য কাজ গুছিয়েও নিয়েছিলেন তিনি।                     

কিন্তু তা আর হয়ে উঠেনি। অদেখা ভুবনে পাড়ি জমান তিনি। ছবিটির নিয়ে সংকটে পড়েন নির্মাতারা।
অবশেষে কাজটি হচ্ছে। শ্রীদেবীর কাজটি এগিয়ে নিতে আসছেন বলিউডের আরেক কিংবদন্তি মাধুরী দীক্ষিত। শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর এক ইনস্ট্রাগ্রাম পোস্টে জানিয়েছেন এ খবর। তিনি লিখেছেন, ‘অভিষেক বর্মণের ছবিটি মায়ের খুব পছন্দের ছিল। আমরা ধন্য এ কাজটি মাধুরী জি করতে আসছেন।’

জানা যায়, ছবিটির বিষয়ে যাবতীয় পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল। দু-এক মাসের মধ্যেই শুটিংয়ে যাওয়ার কথা ছিল। এরপর শ্রীদেবীর মৃত্যুতে এই ছবির পরিকল্পনা বাতিল করে দেওয়ার কথা ভাবছিলেন করণ। তবে এখন সেই ভাবনায় পরিবর্তন এলো।
‘শিদ্দাত’-এ আরও অভিনয় করছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা ও আদিত্য রায় কাপুর। ছবিটি পরিচালনা করবেন ‘টু স্টেটস’খ্যাত পরিচালক অভিষেক বর্মণ।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত