spot_img
spot_img

বুধবার, ৬ জুলাই ২০২২, ২২ আষাঢ় ১৪২৯, দুপুর ১২:৪৯

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদশুক্রবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে পাষাণ
Array

শুক্রবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে পাষাণ

আগামী ২৩ মার্চ মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘পাষাণ’। জানা গেছে প্রায় একশো’র বেশি হলে মুক্তি পাবে মিম-ওম-বিপাশা অভিনীত ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা সৈকত নাসির।

ছবিতে কলকাতার ওমকে দেখা যাবে একজন পেশাদার কিলার হিসেবে আর নায়িকা বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে একজন পেশাদার সাংবাদিক এর চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিপাশা কবির। ত্রিমাত্রিক প্রেমের ছবি পাষাণ। দীর্ঘ অপেক্ষার পর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

ছবিটি নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা হচ্ছে সিনেমাপাড়ায়। ট্রেলার প্রকাশের পর বেশ প্রশংসাও কুড়িয়েছেন নির্মাতা সৈকত নাসির। বাংলাদেশের মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এ সিনেমার শুটিং হয়। সিনেমার সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ, শওকত আলী ইমন ও বেলাল খান।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এী ছবিতে মিশা সওদাগর, শিমুল খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত