কারাগারে থেকে মাদক ব্যবসায়ীরা যাতে মাদক সেবন বা মাদকের ব্যবসা পরিচালনা করতে না পারে তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। সেইসাথে কারা প্রশাসনের কেউ যাতে এসব অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে কঠোর নজরদারি রাখারও নির্দেশ দেন রাষ্ট্র
মঙ্গলবার কারা সপ্তাহ ২০১৮ উপলক্ষে গাজীপুরে কাশিমপুর কারাগারে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এর আগে কারারক্ষীদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম প্রহণ করেন তিনি। পরে শ্রেষ্ঠ সাত কারা কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করেন।