spot_img
spot_img

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ভোর ৫:৫০

প্রচ্ছদফিলিপিন্সে বাস খাদে, নিহত ১৯
Array

ফিলিপিন্সে বাস খাদে, নিহত ১৯

ফিলিপিন্সের মধ্যাঞ্চলে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার দেশটির পুলিশ জানিয়েছে, ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর চ্যানেল নিউজ এশিয়ার।
বাসটি মিনদোরো দ্বীপ থেকে রাজধানী ম্যানিলায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। মঙ্গলবার গভীর রাতে বাসটি পর্বতময় রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। জানিয়েছেন আঞ্চলিক পুলিশের মুখপাত্র ইমেলডা টলেনটিনো।
তিনি বলেন, উদ্ধারকর্মীরা গাড়ির ভেতর থেকে মৃত ও আহত ব্যক্তিদের বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে। বাসটি খাদের একেবারে নিচে পড়ে গেছে। 
টলেনটিনো বলেছেন, কারিগরি সমস্যা নাকি চালক ঘুমিয়ে পড়েছিলেন ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ১৫ মিটার গভীর খাদ বেয়ে নিচে নামছেন।
ফিলিপিন্সে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। দুর্বল অবকাঠামো, পুরনো বাস ও অদক্ষ চালকের কারণেই সেখানে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে বলে দাবি কর্তৃপক্ষের। ২০১০ সালে উত্তরাঞ্চলীয় ফিলিপিন্সে একটি গভীর গিরিখাতে বাস পড়ে গেলে পাঁচ বিদেশিসহ ৪১ জন নিহত হয়। গেলো বছরের এপ্রিলে আরেকটি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছিল।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত