এশিয়ান মোটরবাইক লিমিটেডের সহযোগিতায় চারটি মডেলের মোটরসাইকেল উন্মোচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে প্রবেশ করল বিশ্বখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাওয়াসাকি।
রাজধানীর গুলশানে আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজের মোটরসাইকেল এ্যান্ড ইঞ্জিন কোম্পানির সিনিয়র সেলস ম্যানেজার জিন ইনোয়ে। আপাতত বাংলাদেশের বাজারে পাওয়া যাবে কেএলএক্স১৫০, দি-ট্রেকার, জেড১২৫ প্রো, কেএসআর১১০ প্রো মডেলের চারটি মোটরসাইকেল। উল্লেখিত মডেলগুলোর মধ্যে কেএলএক্স১৫০ মোটরসাইকেলটি আঁকাবাঁকা ও উঁচু-নিচু রাস্তায় অনায়াসে চালানো সম্ভব।