পাহাড়ের ঢালু ভূমিতে জুম চাষ করা হয়
রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান প্রথমপত্র থেকে সৃজনশীল প্রশ্নের মডেল টেস্ট দেয়া হলো।
মডেল টেস্ট
সৃজনশীল প্রশ্ন: মান-৭০
১. প্রদীপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার বাড়ি বান্দরবান জেলার পাহাড়ি এলাকায়। তারা সাধারণত পাহাড়ের ঢালু ভূমিতে জুম চাষ করেন। বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ায় জন্য তারা বাঁশ দিয়ে তৈরি উঁচু মাচাং ঘরে বসবাস করেন। পাহাড়ি এলাকায় বাঁশের আধিক্য থাকায় তারা ঘর-বাড়ি নির্মাণসহ নানা ক্ষেত্রে বাঁশ ব্যবহার করেন।
ক. হান্টিংটনের মতে, কত ডিগ্রি তাপমাত্রা বুদ্ধিমত্তার জন্য সবচেয়ে অনুকূলে?
খ. সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ. প্রদীপের সমাজজীবনে প্রভাব বিস্ত্মারকারী উপাদানটি চিহ্নিত কর।
ঘ. বাংলাদেশে ওই উপাদানটি কীভাবে সমাজজীবনকে প্রভাবিত করছে? উদাহরণ দিয়ে দেখাও।
২. ইফাত ছোটবেলা থেকে দুষ্টু প্রকৃতির। কিন্তু ইদানীং সে আগের মতো দুষ্টুমি করতে পারছে না। স্কুলে থাকলে তাকে অন্য ছাত্রদের মতো আচরণ করতে হচ্ছে। রাস্ত্মায় অন্যদের মতো চলতে হচ্ছে। মন চাইলেও নিজের মতো করে আচরণ করতে পারছে না। সর্বক্ষেত্রে সে সমাজ কাঙ্ক্ষিত আচরণ করতে বাধ্য হচ্ছে।
ক. অনুভূমিক গতিশীলতা কী?
খ. লোকাচার বলতে তুমি কী বোঝো?
গ. উদ্দীপকটি পড়ে সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয় সম্পর্কে তোমার মনোযোগ আকৃষ্ট হয়?
ঘ. 'উক্ত বিষয়ের ক্ষেত্রে পরিবার ও ধর্মের ভূমিকা তাৎপর্যপূর্ণ' কথাটি বিশেস্নষণ কর।
৩. অধ্যাপক গাজী মোসলেম উদ্দীন সম্প্রতি মাদকাসক্তি নিয়ে একটি গবেষণাকর্ম সমাপ্ত করেন। এজন্য তিনি চট্টগ্রামের ঝাউলতা বস্ত্মিকে গবেষণার একক হিসেবে ধরে নেন। এ বস্ত্মির মাদকাসক্ত ব্যক্তিদের সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালান। ক্ষুদ্র পরিসরে এ বস্ত্মির মাদকাসক্ত ব্যক্তিদের সম্পর্কে তিনি বিস্ত্মারিত তথ্য সংগ্রহ করেন। পরে তথ্য-উপাত্ত বিশেস্নষণ করে তিনি সারাদেশের মাদকাসক্ত ব্যক্তিদের সম্পর্কে ধারণা অর্জন করেন এবং একটি সিদ্ধান্ত্মে উপনীত হলেন।
ক. বৈজ্ঞানিক পদ্ধতি কী?
খ. সমাজবিজ্ঞানকে তুমি কেন বিজ্ঞানের মর্যাদা দেবে? ব্যাখ্যা কর।
গ. অধ্যাপক গাজী মোসলেম উদ্দীন তার গবেষণায় কোন পদ্ধতি ব্যবহার করেন?
ঘ. গবেষণাকর্মটি সমাপ্ত করতে তিনি কী কী পর্যায় বা ধাপ অতিক্রম করেন?
৪. ১৯৫২ সালে বাংলাদেশে ভাষা আন্দোলন হয়। 'উর্দুই হবে পাকিস্ত্মানের একমাত্র রাষ্ট্র ভাষা'-পাকিস্ত্মানিদের এমন ঘোষণার পর পূর্ব বাংলায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার দাবিতে আন্দোলন শুরম্ন করে। ভাষার ভিত্তিতে একটি মানসিক ঐক্য গড়ে ওঠে। ভাষার ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদও গড়ে ওঠে, যা বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামকে ত্বরান্বিত করে। প্রতিটি সমাজই মূলত এই মানসিক ঐক্য বা বন্ধনের ভিত্তিতে টিকে থাকে।
ক. ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্টির নাম লেখ।
খ. নৈরাজ্যমূলক আত্মহত্যা বলতে কী বোঝো?
গ. উদ্দীপকের বিষয়টি ইবনে খালদুনের কোন প্রত্যয় দ্বারা ব্যাখ্যা করা যায়?
ঘ. ওই প্রত্যয়ের আলোকে বাংলাদেশ নামক রাষ্ট্রের উৎপত্তি ব্যাখ্যা কর।