spot_img
spot_img

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, রাত ৩:২৯

প্রচ্ছদষাঁড়টির দাম উঠল ২০ লাখ!
Array

ষাঁড়টির দাম উঠল ২০ লাখ!

ভারতের তামিলনাড়ুর এক রাজনৈতিক নেতা একটি ষাঁড় কিনেছেন ২০ লক্ষ রুপি দিয়ে। জানা যায়, ষাঁড়টির নাম বাল্মীকি টাইগার! এরই দাম এখন ২০ লা্খ রুপি। সম্প্রতি জাল্লিকাট্টুর একটি প্রতিযোগিতায় ষাঁড়টিকে দেখে পছন্দ হয় তামিলনাড়ুর প্রাক্তন বিধায়ক সম্পৎ কুমারের। তার পরেই তিনি সিদ্ধান্ত নেন ষাঁড়টি কেনার ব্যাপারে।
ষাঁড়টির মালিক প্রিয়া কুমারী নামে এক নারী প্রায় ৭ লাখ রুপি দিয়ে এক কৃষকের থেকে ষাঁড়টি কিনেছেন বলে দাবি করেছেন তিনি। প্রিয়া জানান, প্রথমে ষাঁড়টিকে দেখেই তার মনে হয়েছিল বলিষ্ঠ এই ষাঁড়টি প্রতিযোগিতায় ভালো ফল করবে। সেই মত‌ো কয়েকবার ট্রেনিং দিয়ে ষাঁড়টিকে জাল্লিকাট্টুর মতো প্রতিযোগিতায় নামানোর ব্যবস্থা করেন তিনি। প্রিয়ার আরও দাবি, ইতিমধ্যে বাল্মীকি বেশ কয়েকটি পদক জিতেছে।

প্রসঙ্গত, দক্ষিণ ভারতে জাল্লিকাট্টুর জন্য ষাঁড়ের প্রবল চাহিদা থাকে। কিন্তু তাই বলে কোন ষাঁড়ের দাম এত রুপি উঠতে পারে ভেবেই অবাক হয়ে যাচ্ছেন অনেক

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত