spot_img
spot_img

শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২, ১৪ মাঘ ১৪২৮, রাত ৯:৩১

প্রচ্ছদবিছানায় শাহিদই সব নিয়ন্ত্রণ করে : মীরা রাজপুত
Array

বিছানায় শাহিদই সব নিয়ন্ত্রণ করে : মীরা রাজপুত

হাটের মাঝে হাঁড়ি ভেঙে দিলেন শাহিদ পত্নী মীরা রাজপুত। বিছানার কথা এমন ভাবে কী বলতে আছে? এমন কথা যে মীরা বলে ফেলবেন এ-ও কী কল্পনা করেছিলেন শাহিদ? বোধ হয় না।

নেহা ধুপিয়ার বিএফএফএস-এর একটি পর্বের কথা। তাতে উপস্থিত হয়েছিলেন বলিউডের অন্যতম সুখী দম্পতি শাহিদ-মীরা। সেই অনুষ্ঠানের 'স্কেয়ারি স্পাইস' বিভাগে তাদের বেডরুম সিক্রেট জানতে চাওয়া হয়েছিল। তাতেই বোম ফাটালেন মীরা। আর সেই বোমের শব্দে হতবাক শাহিদ।

দম্পতির কাছে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল, বিছানায় তাদের প্রিয় পজিশন কী? তার উত্তরটা এক রকম এড়িয়ে যেতেই চেয়েছিলেন শাহিদ। কিন্তু মীরা হাটের মাঝে হাঁড়িটা ভেঙেই ফেললেন।

বললেন, শাহিদ বিছানায় 'কনট্রোল ফ্রিক'। কী করতে হবে আর কী না- সবটাই শাহিদই বলে দেন। এমন একটা কথা কী বলতে আছে? তবে এর আগেই অবশ্য আরও কয়েকটা বোম ফাটিয়েছিলেন মীরা। অনুষ্ঠান ছিল 'কফি উইথ করণ'।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত