তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মেধাবী তরুণদের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ে উঠছে। তিনি জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পসহ তথ্য প্রযুক্তি খাত এগুছে তরুণদের হাত ধরে।
ভারত সরকারের আমন্ত্রণে একদল তরুণ প্রতিনিধির ভারত যাত্রাপূর্ব এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে আয়োজিত এ অনুষ্ঠানে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের মতো ভারতেও জনসংখ্যার এক তৃতীয়াংশ তরুণ। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন তরুণ-তরুণী আগামী ২৪ মার্চ থেকে ১ এপ্রিল অনুষ্ঠিত ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবেন। ষষ্ঠবারের মতো ভারতে ইয়ং ডেলিগেশন টিম ভারত সফর করছে।