spot_img
spot_img

রবিবার, ২৩ জানুয়ারি ২০২২, ৯ মাঘ ১৪২৮, ভোর ৫:১১

প্রচ্ছদশতাধিক হলে ‘পাষাণ’
Array

শতাধিক হলে ‘পাষাণ’

আজ সারা দেশে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও বিপাশা কবির। ত্রিভুজ প্রেমের এই ছবিতে নায়ক হিসেবে আছেন ভারতের ওম। সারা দেশে ১০৮টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে বলে জানান ছবির পরিচালক।

সৈকত নাসির বলেন, ‘দর্শক সুন্দর গল্পের আধুনিক একটা ছবি দেখতে চান। আমি আমার ছবিতে মৌলিক গল্প ও টেকনোলজি ব্যবহার করেছি। সময় উপযোগী একটা ছবি নির্মাণের চেষ্টা করেছি। দর্শক যদি সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেন, তাহলে আমার মতো যাঁরা নতুন প্রজন্মের হয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন, তাঁরা উৎসাহ পাবেন। আমি বিশ্বাস করি, বাংলাদেশের চলচ্চিত্র আবার মাথা উঁচু করে দাঁড়াবে। ছবি দেখে উৎসাহ দিন, গঠনমূলক আলোচনা করুন, যেন আমরা কিছু শিখতে পারি।’

বিপাশা কবির বলেন, ‘এই ছবিতে আমি মিশা ভাইয়ের বোনের চরিত্রে অভিনয় করেছি। বড়লোকের একমাত্র ছোট বোন, অনেক রাগি আর জিদি একটা মেয়ে। বড় ভাই আমাকে খুশি করার জন্য সবকিছু করতে পারে। ছবিতে আমি ওমকে অনেক ভালোবাসি। যদিও সেটা একতরফা ভালোবাসা। এর বেশি কিছু বলতে চাই না। আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন।’ 

‘পাষাণ’ ছবির গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজের। এই ছবিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, ইলোরা গহর, আমির সিরাজী, নাদের আলী, তানভির তনু, চিকন আলী, সীমান্ত, শিমুল খান ও প্রয়াত মিজু আহমেদ। 

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত