বাংলাদেশে এখন কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই সম্পদের সঠিক ব্যবহার করে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে সরকার নজর দেবে বলে জানান তিনি।
শুক্রবার রাজধানীর র্যাডিসন হোটেলে বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতিবিষয়ক কর্মশালায় এসব কথা জানান মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে। তবে আমি বিশ্বাস করি, বিনিয়োগ আকর্ষণে আমরা খুব একটা অসুবিধাজনক অবস্থানে নেই। আগামীতে অবকাঠামো এবং প্রয়োজনীয় সম্পদেরও পর্যাপ্ততা বাংলাদেশে থাকবে, যা বিনিয়োগ বাড়াতে আরো সহায়ক হবে।’
মুহিত বলেন, সামাজিক উন্নয়ন সূচকগুলোতে ভালো করছে বাংলাদেশ, যা আরো এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়নের জন্য আয়বৈষম্য কমানোর পাশাপাশি সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন। এ ছাড়া অবকাঠামো উন্নয়ন এবং সঠিক নীতি গ্রহণের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরামর্শ দেন বক্তারা।