spot_img
spot_img

শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২, ১৪ মাঘ ১৪২৮, সকাল ৮:৪৯

প্রচ্ছদগণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
Array

গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ মার্চ কালরাতকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় মন্ত্রী এ কথা জানান।

আসাদুজ্জামান খাঁন বলেন, ১৯৭১ সালে ওই রাতে পাকিস্তানিদের নৃশংস হত্যাকাণ্ডের কথা বিশ্বের মানুষ জানলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি না মেলায় বিভিন্ন কর্মসূচিও নেওয়া হচ্ছে। এ বছর ওই রাতে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে জানান তিনি। সারা দেশের মানুষকে এ সময় সব আলো নিভিয়ে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানাতেও আহ্বান জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ’২৫ মার্চের সেই ভয়াবহতার কথা আমরা জানাব কত মানুষ সেদিন শাহাদৎ করণ করেছিলেন এই ঘাতকদের হাতে। আমরা সারা পৃথিবীকে সেটা জানাতে চাই। পৃথিবী জানে, তারপরও আমরা স্বীকৃতি চাই। রুয়ান্ডার গণহত্যার মতো আমাদের যে গণহত্যা হয়েছিল এই দিবসটি সেইরকমভাবেই আমরা পালন করতে পারি।’ এ ছাড়া আগের মতো ভুল না করে আগামী জাতীয় নির্বাচনে সাধারণ জনগণ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে বলে আশাবাদ জানান তিনি।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত