spot_img
spot_img

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, রাত ১০:১১

প্রচ্ছদবিয়ের আগে বাবার হাতে মেয়ে খুন!
Array

বিয়ের আগে বাবার হাতে মেয়ে খুন!

ভারতের কেরালায় বিয়ের কয়েক ঘণ্টা আগে মেয়েকে ছুরির আঘাতে খুন করেছেন বাবা। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত তরুণীর বয়স ২২ বছর।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার ওই তরুণীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে হওয়ার কথা ছিল। প্রেমিক ছিলেন ভিন্ন গোত্রের এবং দলিত সম্প্রদায়ের। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য। এ বিয়েতে প্রথমে রাজি ছিলেন না কনের বাবা। পরে মত দিলেও বিয়ের দিন ফের বেঁকে বসেন তিনি। গতকাল বৃহস্পতিবার এ নিয়ে মেয়ের সঙ্গে বাবার বেশ ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে বাবা ছুরি নিয়ে মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং ক্রমাগত ছুরিকাঘাত করতে থাকেন। আহত অবস্থায় ওই মেয়েকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কেরালার মালাপ্পুরাম জেলার পুলিশপ্রধান দেবেশ কুমার বেহেরা বলেছেন, ওই মেয়ের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকের সময় তিনি মাতাল ছিলেন। এটি অনার কিলিং কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।

স্থানীয় পুলিশ আরও জানিয়েছে, মেয়ের বাবা রাজি হওয়ার পরই বিয়ের আয়োজন করা হয়েছিল। পরে হত্যার ঘটনা ঘটে।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত