spot_img
spot_img

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, সকাল ৬:৫০

প্রচ্ছদমিজু আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
Array

মিজু আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা মিজু আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর আজকের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মিজু আহমেদের জন্ম ১৯৫৪ সালের ১৭ই নভেম্বর কুষ্টিয়ায়। স্ত্রী পারভীন আহমেদ, দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাতকে নিয়ে ছিলো তার পরিবার। ১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মিজু আহমেদ। শৈশব থেকেই অভিনয় ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন এই বড় পর্দার অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি একাধিক চলচ্চিত্রে প্রযোজনাও করেছেন। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ। জীবদ্দশায় ৮০০-এর অধিক ছবিতে অভিনয় করেছেন মিজু আহমেদ। তার অভিনিত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে তৃষ্ণা, চাকর, ত্যাগ, বশিরা, হাঙর নদী গ্রেনেড, কুলি, লাঠি, কষ্ট, ইতিহাস, ক্রাইম রোড প্রভৃতি। ‘তৃঞ্চা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত