spot_img
spot_img

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪ আশ্বিন ১৪২৯, রাত ১২:১৫

প্রচ্ছদআগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার 'বাঘি ২'
Array

আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার ‘বাঘি ২’

আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টাইগার শ্রফ আর দিশা পাটানি অভিনীত অ্যাকশন থ্রিলার বাঘি ২। ভক্তরা ছবিটিতে টাইগারের অ্যাকশন দেখার জন্য যতটা না উদগ্রীব, তার চেয়ে অনেক বেশি প্রত্যাশিত বিষয় তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি। তবে, একটা গুঞ্জন কিন্তু বলিউডে বেশ মাথাচাড়া দিয়েছে আর সেট হলো টাইগার ও দিশা একে অন্যের সাথে ডেটিং করছেন। তাঁদের দুজনকে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় এক সাথে দেখা গেছে। আর এতে গুঞ্জন আরো বেড়েছে। অনেকেই মন্তব্য করছেন, তাঁদের মধ্যে অ্যাফেয়ার চলছে। যদিও এই সো-কলড লাভবার্ডদের কেউ-ই এ বিষয়টি স্বীকার করেননি। টাইগার আর দিশা এ মুহূর্তে তাঁদের ছবির প্রমোশন নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাই এ সব বিষয়ে মাথা ঘামাচ্ছেন না নতুন এই অ্যাকশন সেনসেশন। একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাৎকারে টাইগার বলেন, আমরা হরহামেশাই এদিক-সেদিক যাই। এর মানে এই নয় যে, আমরা সব সময়ই ডেটিং করি। অনেকেই তো বন্ধুদের সাথে বেড়াতে যায়, সবাই কী ডেট করতেই যায়? না, এমনটা মোটেই নয়। আমি তো আমার অন্য বন্ধুদের সাথেও বেড়াতে যাই। আর বন্ধু বা সহকর্মী হিসেবে দিশা অনেক ম্যাচিওর। তিনি বুদ্ধিমান ও সোজাসাপ্টা মানুষ। আর সৎ তো অবশ্যই।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত