spot_img
spot_img

রবিবার, ২৩ জানুয়ারি ২০২২, ৯ মাঘ ১৪২৮, ভোর ৫:২৪

প্রচ্ছদসবাইকে একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে : দুদক চেয়ারম্যান
Array

সবাইকে একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে : দুদক চেয়ারম্যান

দুর্নীতির বিরুদ্ধে দুদকের একার পক্ষে আন্দোলন করা সম্ভব না। তাই সবাইকে একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে বলে তিনি জানান।

দুর্নীতিকে টেকসই উন্নয়নের পথে বাধা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি থাকলে টেকসই উন্নয়নে অগ্রগতি অর্জন করা সম্ভব না। সমাজের সর্বস্তরে দুর্নীতি আছে। তবে মাত্রা কিছুটা কমেছে। মানুষের সমর্থন ছাড়া দুদকের একার পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব হবে না।’ 

চলতি বছর থেকেই অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার (২৮ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।  

ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের দেশ থেকে অর্থপাচার হচ্ছে। এটা রোধ করতে হবে। যারা জনগণের অর্থপাচার করছে তাদের বিরুদ্ধে এ বছর থেকেই কঠোর অবস্থান নেওয়া হবে। এর পাশাপাশি আমাদের সক্ষমতাও বৃদ্ধি করতে হবে। শিক্ষা স্বাস্থ্যসহ সব রকমের পরিষেবা থেকে দুর্নীতি মুক্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রশ্ন ফাঁসের ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে। এরপরও আমরা নজরদারিতে রেখেছি। ফাঁসকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। তাদেরকে বলে দেই,আপনাদের ক্ষমা নেই।’

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত