spot_img
spot_img

বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩ আশ্বিন ১৪২৯, রাত ১০:৫৩

প্রচ্ছদম্যাডোনাকে এখনও ‘খুব’ ভালবাসের শন পেন
Array

ম্যাডোনাকে এখনও ‘খুব’ ভালবাসের শন পেন

প্রথম স্ত্রী ম্যাডোনার প্রতি ভালবাসার কথা অকপটে স্বীকার করেছেন অভিনেতা শন পেন। 
৫৭ বছর বয়সী অভিনেতাটি সমপ্রতি ‘দ্য লেট শো’তে অংশ নেন। অনুষ্ঠানের ‘শন পেন-ই ফর ইওর থটস’ অংশে উপস্থাপক স্টিফেন কোলবার্ট তাকে তার তার একসময়ের স্ত্রী (১৯৮৫ থেকে ১৯৮৯) ম্যাডোনা আর পপ প্রিন্সেস নামে খ্যাত ব্রিটনি স্পিয়ার্সের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলেন। 
পেন কোনও দ্বিধা না করেই বলেন, “আহ, আমি আমার প্রথম স্ত্রীকে খুব ভালবাসি। এতে কোনও তুলনা থাকতে পারে না… এসব তুলনার ব্যাপার নয়।”
কোলবার্ট বলেন, “সবাই তাও তুলনা করে! তার মানে আপনি ম্যাডোনাকেই বেছে নিচ্ছেন?”
মুচকি হেসে পেন বলেন, “অবশ্যই!”
অনুষ্ঠানের একই অংশে তাকে যখন জিজ্ঞাসা করা হয় অন্য কোনও তারকার সঙ্গে তার পরিচয়ের বিভ্রাট হয়েছে কিনা, তিনি বলেন, ‘এমিলিও এস্তেবেজের সঙ্গে, ২০ বছর আগে।”
পরস্পরের প্রতি ভালবাসার ব্যাপারে ম্যাডোনাও অকপট। ২০১৬ সালে তারা ‘রেইজিং মালাউই’ নামে একটি দাতব্য অনুষ্ঠানে একসঙ্গে কাজ করেছেন। এই সময় ম্যাডোনা আবার বিয়ে করার প্রস্তাব দেন।

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত