spot_img
spot_img

রবিবার, ২৩ জানুয়ারি ২০২২, ৯ মাঘ ১৪২৮, সকাল ৬:৪২

প্রচ্ছদমানারাত ইউনিভার্সিটির সিএসই বিভাগে সেমিনার অনুষ্ঠিত
Array

মানারাত ইউনিভার্সিটির সিএসই বিভাগে সেমিনার অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘ইলাস্টিক ওয়্যারলেস লেন সিস্টেমঃ অ্যালগরিদম ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মার্চ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সিএসই বিভাগের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আশরাফুল ইসলামের সভাপতিতে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইজহারুল ইসলাম।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. এম উমার আলী। বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডীন প্রফেসর ড. এম কোরবান আলী।  

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অবাধ এই তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তির যথোপোযুক্ত ব্যবহার জানতে এ জাতিয় সেমিনারের খুবই প্রয়োজন। মানারাত ভার্সিটি ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে গড়ে তুলতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রবন্ধ উপস্থাপক বলেন, ইলাস্টিক ওয়্যারলেস লেন এ অ্যালগরিদম ডিজাইন ইমপ্লিমেন্টেশন করলে পাওয়ার কনজাম্পশন কমবে এবং এর কার্যকারিতা বাড়বে। 

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত