spot_img
spot_img

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, সকাল ৬:৪৬

প্রচ্ছদশীর্ষ সংবাদকরোনায় ২৪ ঘণ্টায় ৪৫ মৃত্যু, শনাক্ত ৩১৭১

করোনায় ২৪ ঘণ্টায় ৪৫ মৃত্যু, শনাক্ত ৩১৭১
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩,১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৭১,৬৭৫। এসময়ে এ ভাইরাসে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৯৭৫ জনের।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ স্বাস্থ্য বুলেটিন অনলাইনে সরাসরি সম্প্রচার হয়।

বরাবরের মতোই ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজের সুরক্ষা নিজের হাতে।

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা চার লাখ নয় হাজার প্রায়। তবে সাড়ে ৩৫ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত