২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় শিশুদের জন্য একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। শিশুদের বিষয়ে এমন উদ্যোগ নেয়ায় ‘সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ’র পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।
শিশুদের জন্য ‘একটি পৃথক অধিদফতর বা বিভাগ’ প্রতিষ্ঠার জন্য সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন নাগরিক সংগঠন, কোয়ালিশন, নেটওয়ার্ক ও শ্রেণি পেশাজীবী এবং শিশুদের পক্ষ থেকে দীর্ঘদিন দাবি জানানো হচ্ছে।
মুজিববর্ষে শিশুদের জন্য সরকারের এই পদক্ষেপ জাতির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।