প্রয়াত নেতা সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুর ৪৪ দিন পর তার নির্বাচিত আসন সিরাজগঞ্জ -১ কাজিপুরে আসেন নাসিম পুত্র জয়। গতকাল রোববার বিকেল ৩ ঘটিকার সময় তিনি কাজিপুর এসে পৌছান। দলীয় নেতাকর্মীরা কাজিপুরে বিভিন্ন পয়েন্টে হাত নাড়িয়ে সংবর্ধনা দেন।
এ সময় তিনি এক পথ সভায় বাবার স্মৃতিচারন করতে গিয়ে বলেনঃ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী আমার দাদা, নাসিম আমার বাবা। আমি তাদের অসমাপ্ত কাজগুলো করতে চাই। আজ বাসায় থেকে আসার সময় মা আমাকে বাবার ব্যবহৃত মুজিব কোর্ট পড়িয়ে দেন। আমার মনে হচ্ছে বাবা আমাকে জড়িয়ে ধরে আছে।আগে যখন কাজিপুর আসতাম তখন বাবা বারবার ফোন দিয়ে আমার খোজ নিতেন। এখন আমার বাবা নেই, আপনার আমাকে আপনাদের সন্তানের মত দেখবেন।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি