রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) রাজশাহী, গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোখলেছুর রহমান এর সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৬/০৮/২০২০ তারিখ রাত্রী ২০.৪৫ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড গোধুলী মার্কেটস্থ আশরাফ কনফেকশনারী নামক দোকানের সামনে ফুটপাতের উপর হতে আশরাফ কনফেকশনারী দোকানের মালিকের ছেলে আসামী ১। মাবুদ খান রিমন (১৯),পিতা-মোঃ আশরাফ আলী, সাং-শিরোইল মঠপুকুর মোড় এবং ২। মোঃ লিয়াকত আলী(৫৩), পিতা-মৃত ভাদু শেখ, সাং-শিরোইল স্টেশন পাড়া, উভয় থানা-বোয়ালিয়া মডেল, মহানগর রাজশাহী। তাদের কাছে থেকে মোট ৪৫(পঁয়তাল্লিশ)টি আসনের ১৩(তের)টি রাজশাহী-ঢাকা বনলতা এক্সপেস এর কালোবাজারী টিকিট সহ হাতেনাতে গ্রেফতার আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বার্তা প্রেরক
মোস্তাফিজ মিশু
রাজশাহী প্রতিনিধি