spot_img
spot_img

সোমবার, ৪ জুলাই ২০২২, ২০ আষাঢ় ১৪২৯, সকাল ৯:০৮

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদশীর্ষ সংবাদকরোনায় মৃত্যুতেও এখন তৃতীয় ভারত

করোনায় মৃত্যুতেও এখন তৃতীয় ভারত

প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) হটস্পট এখন ভারত। করোনা সংক্রমণে অনেক আগে থেকেই বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ভারত। এবার মৃত্যুর সংখ্যাতেও একই অবস্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশটি। ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৪ হাজার ৬১৭ জন।

মেক্সিকো এত দিন করোনায় মোট মৃত্যুতে তৃতীয় অবস্থানে ছিল। তবে মোট ৬৪ হাজার ১৫৮ মৃত্যু নিয়ে এখন দেশটি চতুর্থ স্থানে নেমে গেছে। করোনায় ১ লাখ ৮৭ হাজার ২২৪ মৃত্যু নিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর ১ লাখ ২০ হাজার ৮৯৬ মৃত্যু নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

করোনা সংক্রমণের দিক থেকেও এখন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত ক্রম অনুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ৬১ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। ব্রাজিলে ৩৮ লাখ ৬২ হাজার আর ভারতে ৩৬ লাখ ১৯ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে দৈনিক সর্বোচ্চ সংক্রমণে নিজেদের একদিন আগের রেকর্ড ভেঙে ফের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। রবিবার ভারতে আরও ৭৯ হাজার ৪৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে যা নতুন বিশ্ব রেকর্ড।

দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, এর আগে বৃহস্পতিবার ৭৭ হাজার ২৬৬ শনাক্ত নিয়ে দৈনিক সর্বোচ্চ সংক্রমণে বিশ্ব রেকর্ড গড়ে ভারত। এরপর রবিবার ৭৮ হাজার ৯০৩ শনাক্ত নিয়ে আগের রেকর্ড টপকে যায় দেশটি। এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৫০ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৭ লাখের বেশি মানুষ।মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত