বীর মুক্তিযোদ্ধা জনাব ওমর আলী ও তার সন্তান দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও তাদের সন্তানরা মানববন্ধন করে। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার সিমান্তবাজারে হামলকারীর দৃষ্টান্ত শাস্তি ও প্রতিবাদ জানিয়ে মানব বন্ধন করেন মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন ও সাধারণ জনগণ।
এসময় উপস্থিত ছিলেন জাহিদ হাসান সিদ্দিকি, উপজেলা নির্বাহী অফিসার, মুক্তিযোদ্ধা কমান্ডার, কাজিপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধাদের সন্তান ও সাধারণ জনগণ।