spot_img
spot_img

বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯, সকাল ৭:৫৩

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদশীর্ষ সংবাদআত্রাইয়ে এক হাজার বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আত্রাইয়ে এক হাজার বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁর আত্রাইয়ে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম। প্রাথমিক অবস্থায় নৌকাযোগে উপজেলার ৪টি ইউনিয়নের ১০টি গ্রামের এক হাজার বানভাসি মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, চিরা, চিনি ও নুডুলস বিতরণ করা হয়।

ইউএনও সাংবাদিকদের বলেন, বন্যায় ১৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছেন। উপজেলাজুড়ে খামারি ও মৎস ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় আড়াই হাজার হেক্টর ফসলি জমি ডুবে গেছে। জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে বন্যাদুর্গত মানুষ বিভিন্ন স্কুল ও উঁচু রাস্তায় গিয়ে উঠেছেন। যাদের বাড়ি ছেরে কোথাও যাবার উপায় নেই সে সকল পরিবার খাট বা চকির ওপর অবস্থান করছেন।

উপজেলা প্রশাসনের পক্ষে শুকনো খাবার দেওয়া হচ্ছে।এ সময় স্কাউট সদস্য ও আত্রাই প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, নওগাঁর আত্রাইয়ে বন্যার চরম অবনতি ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় আত্রাই নদীর পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধিমন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত