spot_img
spot_img

সোমবার, ৪ জুলাই ২০২২, ২০ আষাঢ় ১৪২৯, সকাল ৮:৩২

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদশীর্ষ সংবাদশিশুকে জীবনমুখী কিছু শিখান,বিলাসিতা শিখাবেন না -ফেনীতে শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে জেলা...

শিশুকে জীবনমুখী কিছু শিখান,বিলাসিতা শিখাবেন না -ফেনীতে শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান

ফেনীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা শিশু একাডেমীর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,শিশুদের স্বাস্থ্যের প্রতি পরিবারের নজর দিতে হবে। তিনি বলেন, শিশুকে বুঝতে শিখুন,শিশুকে জানতে শিখুন। শিশুকে জীবনমুখী কিছু শিখান,কখনো বিলাসিতা শিখাবেন না।তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,শিশুকে খাওয়ানোর জন্য জোর করবেন না। করোনাকালীন সময়ে শিশুকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহিত করুন। তাদেরকে নামাজ শিখান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি,কম। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা,ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের,দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান,পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছয় বিভাগের মোট ১৮ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধিমন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত