জাহিদ হাসান কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ৬২ সিরাজগঞ্জ -১ কাজিপুর সংসদীয় আসনের আ’লীগ থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। আজ বিকেল ২ টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সভা শেষে উপজেলা স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দেন। বিকেল ৩ টায় জেলা নির্বাচন অফিসার সহকারী নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের নিকট মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল হক, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব রেফাজ উদ্দিন,উপজেলা আ ‘ লীগের সভাপতি শওকত হোসেন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। উল্লেখ্য গত ১৩ জুন সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসন শুন্য ঘোষণা করা হয়। আগামী ১২ নভেম্বর কাজিপুর আসনে উপ–নির্বাচন অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি