নওগাঁর আত্রাইয়ে স্বামী ভাসুর এবং জায়ের নির্যাতনে গৃহবধু বিথি রাণী(২২) আত্মহত্যা করেছে। মৃতার বাবা যতন রায় বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ মৃতার লাশ উদ্ধার করে শনিবার ৩১ শে অক্টোবর সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছেন। আত্রাই থানার পুলিশ মৃতার জা ইতি রাণীকে আটক করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, রাজশাহীর সিপাইপাড়ার যতন রায়ের মেয়ে বিথির সাথে আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের মৃত প্রভাষ চন্দ্র প্রাং এর ছেলে বিলাশ চন্দ্র প্রামানিকের চার বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর হতে দুশ্চরিত্রার অপবাদ,পারিবারিক, শারীরিক এবং মানসিকভাবে বিথিকে নির্যাতন করা হতো। এর মাঝে তাদের দুই বছর আগে একটি মেয়ে সন্তান হয়। তাতেও তার উপর নির্যাতন কমেনা। বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার উভয় পরিবারের অভিভাবক, সামাজিক এবং গ্রাম্য শালিশ হয়। কিছুদিন শান্তি থাকলেও পুনরায় বিথির উপর নির্মম নির্যাতন নেমে আসে। ঘটনার দিন শুক্রবার দুপুরে মেয়ের পায়ের তোরা হারানোকে কেন্দ্র করে বিথিকে শারীরিক নির্যাতন করে বাড়ী থেকে চলেযায় স্বামী বিলাশ। এক পর্যায়ে জীবনের মানে খুজে না পেয়ে গ্যাস ট্যাবলেট খায় বিথি। আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশি এবং গ্রামের লোকজনের মুখে শুনে বাড়ীতে থাকা মৃতার জা ইতি রাণী কে গ্রেফতার করি। মৃতার লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছি। মামলা অনুযায়ী আসামী ধরার চেষ্টা চলছে।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই, নওগাঁ প্রতিনিধি