spot_img
spot_img

বুধবার, ৬ জুলাই ২০২২, ২২ আষাঢ় ১৪২৯, রাত ১০:৫০

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদশীর্ষ সংবাদসংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


সংখ্যালঘু মন্ত্রনালয়, সংখ্যালঘু সুরক্ষা আইন ও সারাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘট করেছে ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদ।

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে ফেনী কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জিরো পয়েণ্টে ঘন্টাব্যাপি অবস্থান ধর্মঘট পালন করে।
জেলা ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপনের সভাপতিত্বে সদস্য সচিব শিবু প্রশাদ মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, জেলা কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সমির চন্দ্র কর, অমল বিশ্বাস, জেলা পূজা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমল শীল, সহ-সভাপতি হীরা লাল চক্রবর্তী, ফেনী সদর ঐক্য পরিষদের সভাপতি লিটন সাহা, সাধারণ সম্পাদক সাংবাদিক যতন মজুমদার, পৌর ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা, সাধারণ সম্পাদক মাষ্টার অর্জুন নাথ, সোনাগাজী উপজেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মানক চন্দ্র শর্ম্মা, সাধারণ সম্পাদক জগবন্দু নাথ, পরশুরাম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত সাহা, দাগনভূঁঞা কমিটির সভাপতি নিতাই দাস, ফুলগাজী উপজেলা কমিটির সভাপতি পরিমল রায়, ছাগলনাইয়া কমিটির সভাপতি রতন দাশ, যুব ঐক্যের সভাপতি সৌরভ সাহা, বাংলাদেশ সারদা অঞ্জলি ফোরামের সভাপতি বাবুল পাল, খৃষ্ট্রান এসোসিয়েশনের সভাপতি সুবির সরকার দিলু, বৌদ্ধ সমিতির সভাপতি বদন্ত প্রীতিরত্ন ভিক্ষু প্রমুখ।

বক্তারা- কুমিল্লা মুরাদ নগর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, নাসির নগর ও দিনাজপুরের পার্বতীপুরে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বিভিন্ন সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি কুটুক্তি, সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন করে এ সকল নির্যাতনের সু-বিচার নিশ্চিতের দাবী করেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত