ফেনীর ছাগলনাইয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
এতে বিশেষ অতিথি ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।
সেমিনারে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি