spot_img
spot_img

বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯, সকাল ৭:০৫

সর্বশেষ
বাগমারা প্রেসক্লাবের সভাপতি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার, দ্রুত মুক্তির দাবি মহাসড়কে দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির গাড়ির বিরুদ্ধে তৎপর হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করছে হাইওয়ে পুলিশ খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ বাগেরহাটে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ইসলামী ব্যাংক ও পার্কভিউ হসপিটাল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষর
প্রচ্ছদশীর্ষ সংবাদআত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জুয়াড়ি আটক

আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জুয়াড়ি আটক

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৮জন আজুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রবিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার জালুপোয়াতা গ্রামের হিমাংশু ছেলে হিরোন চন্দ্র ভৌমিক (৪৮), ধীরেন চন্দ্রের ছেলে সুনীল প্রামানিক (৩৭), মৃত ফাদিলের ছেলে আইয়ুব আলী (৪৮), মৃত মালেকের ছেলে মাজেদ (৩৫), ফনি ভুষনের ছেলে ডিনার প্রামানিক (২৭), মৃত আব্দুল ছাত্তারের ছেলে পান্নু  বেপারী (৪৮), মৃত. মজিবরের ছেলে আলম বেপারী (৪৭), সুধীর চন্দ্রের ছেলে রতন কুমার (৪৮)।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, শনিবার রাত ১টার দিকে উপজেলার জালুপোয়াতা গ্রামের হিরোন চন্দ্রের বসতবাড়িতে কয়েকজন জুয়াড়ি মিলে জুয়া আসর বসিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে ৮জন জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিমন্তব্য করুন:

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

spot_img
spot_img
spot_img

সর্বাধিক পঠিত